Dr. Neem on Daraz
Victory Day
হতদরিদ্র কৃষকের

ঝিনাইদহে ২ বিঘা জমির ধান কেটে দিল ছাত্র লীগ


আগামী নিউজ | এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২১, ০৪:৪২ পিএম
ঝিনাইদহে ২ বিঘা জমির ধান কেটে দিল ছাত্র লীগ

ছবি: আগামী নিউজ

ঝিনাইদহ: একদিকে করোনা, আবার অন্যদিকে লকডাউন। যার কারণে শ্রমিক সংকটে পড়েছে কৃষকেরা। এই তীব্র গরমের মধ্যে ঝিনাইদহের এক কৃষকের পাকা ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার  (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মুরারীদাহ গ্রামের হতদরিদ্র কৃষক আক্কাস আলীর জমির ধান কেটে দেন জেলা ছাত্র লীগের নেতাকর্মীরা। 

এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে কৃষক আক্কাস আলীর ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন তারা। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের নেতৃত্বে প্রায় ৩০ জন ছাত্রলীগ কর্মী এ ধান কাটা কর্মসূচীতে অংশ নেয়।

কৃষক আক্কাস আলী জানান, প্রায় এক সপ্তাহ আগে তার জমির ধান কাটার উপযোগী হয়। করোনায় শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্র লীগের ছেলেরা এসে নিজ উদ্যোগে তার ধান কেটে দিয়েছেন। জমির ধান কেটে দেওয়ায় খুশি কৃষক আক্কাস আলী।

জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ আগামীনিউজকে বলেন, বাংলাদেশ ছাত্র লীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি অর্থ সংকটের কারণে ভ্যানচালক কৃষক আক্কাস আলী জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন। খবর পেয়ে  এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।  

আগামীনিউজ/নাহিদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে